প্রকাশ: ৮ জানুয়ারি, ২০২৪ ৪:৩০ : অপরাহ্ণ
নির্বাচন পর্যবেক্ষণ করতে আসায় বিদেশি পর্যবেক্ষকদের ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জনগণ ভোট দিয়ে আমাদের নির্বাচিত করেছে। এ বিজয় আমার একার নয়। এ বিজয় জনগণের।
আজ সোমবার (৮ই জানুয়ারি) গণভবনে নির্বাচন পরবর্তী দেশি-বিদেশি পর্যবেক্ষকদের সাথে মতবিনিয়কালে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, এবারের নির্বাচনটি ছিল ব্যতিক্রম। এবার দলের পক্ষ থেকে সবার জন্য নির্বাচন উন্মুক্ত করে দেয়া হয়েছিল। তিনি বলেন, যদিও একটি দল নির্বাচনে আসেনি। কারণ যারা মিলিটারি ডিকটেটর থেকে তৈরি; তারা নির্বাচন করতে চায় না। ভয় পায়।
প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন যে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হতে পারে সে দৃষ্টান্ত স্থাপন হয়েছে। এসময় তিনি বিদেশি পর্যবেক্ষকদের উদ্দেশ করে বলেন, আপনারা আশায় দেশের মানুষের অধিকার আরো সুরক্ষিত হয়েছে।
সুত্র:বৈশাখী অনলাইন