প্রকাশ: ৬ জানুয়ারি, ২০২৪ ১১:১৫ : পূর্বাহ্ণ
সিডনিতে ৩ ম্যাচের টেস্ট ক্রিকেট সিরিজের শেষ খেলায় পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে হোয়াইট ওয়াশ করেছে অস্ট্রেলিয়া।
টেস্টের চতুর্থ দিনে ৭ উইকেটে ৬৮ রানে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করলে ১১৫ রানে সব উইকেট হারায় পাকিস্তান। অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ ৪টি উইকেট নিয়েছেন জশ হেজেলউড। ৩টি উইকেট নিয়েছেন নেথান লায়ন।
এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৩১৩ রান করে পাকিস্তান।
জয় পেতে ১৩০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মার্নাস লাবুশেনের অপরাজিত ৬২ রানের ইনিংসে ভর করে ২ উইকেটে সহজেই জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। দলের হয়ে নিজের টেস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ ৫৭ রানের ইনিংস খেলেছেন ডেভিড ওয়ার্নার।
ম্যাচ সেরা হয়েছেন পাকিস্তানের আমের জামাল। আর সিরিজ শেরা হয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স।
এই জয়ের মধ্য দিয়ে আইসিসি টেস্ট ক্রিকেট র্যাংকিংয়ের শীর্ষে উঠেছে অস্ট্রেলিয়া।
সুত্র:বৈশাখী অনলাইন