চট্টগ্রাম, শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

দুদিন চলবে না বেনাপোল এক্সপ্রেসসহ ২২ ট্রেন

প্রকাশ: ৬ জানুয়ারি, ২০২৪ ১২:৫০ : অপরাহ্ণ

 

বেনাপোল এক্সপ্রেসসহ দেশের বিভিন্ন রুটে চলাচলকারী ২২টি ট্রেনের যাত্রা দুই দিনের জন্য স্থগিত করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। নির্বাচনের আগের দিন ৬ই জানুয়ারি এবং নির্বাচনের দিন ৭ই জানুয়ারি এসব ট্রেনের চলাচল বন্ধ থাকবে।

শুক্রবার (৫ই জানুয়ারি) রাতে বাংলাদেশ রেলওয়ে পশ্চিম মহাব্যবস্থাপকের ফেসবুক পোস্টে এই তথ্য জানানো হয়।

 

ওই পোস্টে উল্লেখ করা হয়েছে, সম্মানিত যাত্রী সাধারণের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অনিবার্য কারণবশত আগামী ৬-৭ই জানুয়ারি বেনাপোল এক্সপ্রেস ও ঢালারচর এক্সপ্রেস ট্রেন চলাচল বন্ধ থাকবে। এছাড়া মহানন্দা (আপ/ডাউন), রকেট (আপ/ডাউন), পদ্মরাগ (২১/২২), রংপুর শাটল (৯৭/৯৮), ঢাকা কমিউটার (৯৯), রাজশাহী কমিউটার (৫/৬) এবং বগুড়া কমিউটার (৫/৬) ট্রেন চলাচল আগামী ৬ ও ৭ই জানুয়ারি পুরোপুরি বন্ধ থাকবে। অন্যদিকে চিলমারী কমিউটার এবং লোকাল (৪৬২/৪৫৫/৪৫৬/৪৬১) ৬ই জানুয়ারি (আংশিক) ও ৭ই জানুয়ারি পুরোপুরি বন্ধ থাকবে।

তবে ওই পোস্টে ট্রেন চলাচল বন্ধের সুনির্দিষ্ট কোনো কারণ জানানো হয়নি।

 

 

সুত্র:বৈশাখী অনলাইন

Print Friendly and PDF