চট্টগ্রাম, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫ , ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ঠাণ্ডা হাওয়ায় কাঁপছে উত্তরাঞ্চল

প্রকাশ: ৫ জানুয়ারি, ২০২৪ ৪:৩১ : অপরাহ্ণ

 

ঘন কুয়াশার পাশাপাশি ঠাণ্ডা হাওয়ায় কাঁপছে বিভিন্ন জনপদ। বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অনেক স্থানে দুপুর পর্যন্ত হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন।

আবহাওয়া অফিসের তথ্য মতে, আজ শুক্রবার (৫ জানুয়ারী) দেশের সর্বনিু তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। দিনাজপুর এবং পঞ্চগড় জেলাসমূহের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে যা অব্যাহত থাকতে পারে।

এদিকে, ঘন কুয়াশার কারণে গতরাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তত ৭টি ফ্লাইট নামতে পারেন।

Print Friendly and PDF