প্রকাশ: ৫ জানুয়ারি, ২০২৪ ৪:০০ : অপরাহ্ণ
বিএনপির হরতাল নির্বাচনে কোন প্রভাব ফেলতে পারবে না, ভোটের উপস্থিতি সন্তোষজনক হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ শুক্রবার সকালে তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
কোন অপশক্তি যাতে নির্বাচনের দিন ও ফলাফল ঘোষণার পর কোন সহিংসতা করতে না পারে, সে ব্যাপারে সকলকে সজাগ ও সতর্ক থাকার আহবান জানান ওবায়দুল কাদের।
এসময় তিনি বলেন বিএনপি একটি ডামি দল তাই সব কিছুতেই তারা ডামি খুঁজে বেড়ায় ।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদেরকে নিজে ভোট দেয়ার পাশাপাশি অন্যদেরকে ভোট দেয়ার জন্য উৎসাহিত করার আহবান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।