চট্টগ্রাম, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ , ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

নির্বাচনের নিরাপত্তায় সাড়ে ৫ লাখ আনসার মোতায়েন

প্রকাশ: ৫ জানুয়ারি, ২০২৪ ৪:০২ : অপরাহ্ণ

 

দ্বাদশ জাতীয় নির্বাচনের নিরাপত্তায় প্রায় সাড়ে পাঁচ লাখ আনসার সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক। শুক্রবার (৫ জানুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

তিনি জানান, ভোটকেন্দ্রের সার্বক্ষণিক নিরাপত্তায় কঠোরভাবে দায়িত্ব পালনে আনসার সদস্যরা নিয়োজিত থাকবে। প্রতিটি কেন্দ্রে ১২ জন করে আনসার সদস্য মোতায়েন থাকবে।

বাহিনীটির মহাপরিচালক বলেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে আলাদা নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো হামলা বা নাশকতার আশঙ্কা নেই। তবে সব কিছু বিবেচনায় নিয়ে পদক্ষেপ নেয়া হয়েছে। অন্যান্য বাহিনীকে সহায়তা করাই আনসারের মূল দায়িত্ব বলেও জানান তিনি।

Print Friendly and PDF