প্রকাশ: ৪ জানুয়ারি, ২০২৪ ১০:৪১ : পূর্বাহ্ণ
চট্টগ্রাম-১ আসনেও চলছে শেষ মুহূর্তের প্রচারণা। মিরসরাইয়ে নিয়ে গঠিত এই সংসদীয় আসনটিতে মোট সাতজন প্রার্থী লড়ছেন। তবে, ভোটাররা মনে করেন, মূল প্রতিদ্বন্দ্বীতা হবে বর্তমান এমপি ইঞ্জিনিয়ার মোশারফ হোসেনের ছেলে নৌকার প্রার্থী মাহাবুবুর রহমান রুহেল ও স্বতন্ত্র প্রার্র্থী গিয়াস উদ্দিনের মধ্যে। প্রচারণায় থেমে নেই অন্য প্রার্থীরাও।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসন থেকে নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন সাবেক মন্ত্রী ও বর্তমান সাংসদ ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন এর ছেলে মাহাবুব উর রহমান রুহেল। দীর্ঘদিন ধরেই এলাকায় ব্যাপক সামাজিক কার্যক্রমে অংশ নিয়ে স্থানীয়দের নজর কাড়েন এই তরুণ প্রার্থী। যদিও বাবা ৭ বারের এমপি হওয়ায় এমনিেেতই এলাকায় জনপ্রিয় তিনি। নতুন প্রজন্মের মাঝে এরইমধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে তরুণ এই প্রার্থীকে নিয়ে।
তবে ভোটের মাঠে রুহেলকে ছেড়ে কথা বলছেন না মিরসরাই উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিন। দীর্ঘ রাজনৈতিক জীবনে কয়েকবার নৌকার মনোনয়ন চেয়েও না পেয়ে এবার স্বতন্ত্র প্রার্থী হয়েই লড়ছেন নির্বাচনে।
মিরসরাই উপজেলায় মোট ভোটার রয়েছেন ৩ লাখ ৬৬ হাজার ৫৩৫ জন।