চট্টগ্রাম, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সৌদি প্রো লিগের সেরা একাদশ প্রকাশ

প্রকাশ: ৩ জানুয়ারি, ২০২৪ ৩:২২ : অপরাহ্ণ

 

পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোকে এনে সর্বপ্রথম আলোচনায় আসে সৌদি প্রো লিগ। এরপর থেকে প্রতি মৌসুমেই নতুন চমক দেখাচ্ছে তারা। রোনালদোর পর নেইমার, বেনজেমা, সাদিও মানে, কুলিবালি, ফিরমিনহোর মতো তারকা ফুটবলার যোগ দিয়েছেন সৌদি প্রো লিগে।

২০২৩-২৪ মৌসুমের অর্ধেক পথ পাড়ি দিয়েছে সৌদি লিগ। মধ্যবর্তী দলবদলের আগে মাঠের পারফরম্যান্সে যারা চলতি মৌসুম মাতিয়েছেন তাদের নিয়ে সেরা একাদশ প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম গোল ডটকম। সেই একাদশে সর্বোচ্চ ৭ জন সুযোগ পেয়েছেন নেইমারের ক্লাব আল হিলাল থেকে। রোনালদোর ক্লাব আল নাসরেরও একাধিক ফুটবলার রয়েছে সেই একাদশে।

গোল ডটকমের প্রকাশিত একাদশে গোলরক্ষক হিসেবে রয়েছেন আল হিলালের ইয়াসিন বুনো। আক্রমণভাগে রয়েছেন ২০২৩ সালে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে সর্বোচ্চ গোল করা রোনালদো। তার সঙ্গী হিসেবে রয়েছেন মিত্রোভিচ।

 

সেরা একাদশ : গোলরক্ষক- ইয়াসিন বুনো; ডিফেন্ডার : সুলতান আল ঘান্নাম, আলী আল-বুলাইহি, কালিদু কুলিবালি, সৌদ আব্দুল হামিদ; মিডফিল্ডার : মার্সেলো ব্রজোভিচ, সার্জেজ মিলিনকোভিচ-সাভিক, রুবেন নেভেস, ওটাভিও; ফরোয়ার্ড : ক্রিশ্চিয়ানো রোনালদো, আলেকজান্ডার মিত্রোভিক

 

Print Friendly and PDF