চট্টগ্রাম, রোববার, ১৯ মে ২০২৪ , ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

উত্তর-পশ্চিমাঞ্চল ঢাকা পড়বে ঘন কুয়াশায়

প্রকাশ: ১ জানুয়ারি, ২০২৪ ৩:২২ : অপরাহ্ণ

 

তীব্র ঠান্ডায় কাঁপছে সারাদেশ। হিমালয় থেকে আসা কনকনে ঠান্ডা হাওয়ায় জবুথবু জনজীবন। আবহাওয়া অধিদফতরের তথ্যমতে, আগামী ৩ দিন থাকবে ঘন কুয়াশা। অস্থায়ীভাবে মেঘলা আকাশের পাশাপাশি শুষ্ক থাকবে আবহাওয়া। দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে ঘন কুয়াশা। তাতে ব্যাহত হতে পারে বিমান ও অভ্যন্তরীন নৌ চলাচল।

রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় শ্রীমঙ্গলে; ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। উত্তরাঞ্চলের প্রায় সব জেলায় তাপমাত্রার পারদ নামছে দ্রুত। অন্য জেলাতেও জেঁকে বসেছে শীত।

সূর্যের দেখা মিললেও, উত্তাপ মিলছে না। শীতে সবচেয়ে বেশি ভোগান্তিতে ছিন্নমূল মানুষ। শীতবস্ত্রের অভাবে কষ্টে দিন কাটছে তাদের। বাড়ছে ঠান্ডাজনিত রোগব্যাধিও। আক্রান্তদের বেশিরভাগই শিশু আর বয়স্ক।

Print Friendly and PDF