চট্টগ্রাম, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ঝিকরগাছায় ৪কেজি গাঁজাসহ মাদকব্যবসায়ী আটক

প্রকাশ: ৩০ ডিসেম্বর, ২০২৩ ১১:০৬ : পূর্বাহ্ণ

সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: যশোরের ঝিকরগাছা থানার নারাঙ্গালী এলাকা থেকে ৪কেজি গাঁজাসহ মিলন বিশ্বাস (২৪) নামে একজনকে আটক করেছে পুলিশ। 
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার সময় নারাঙ্গালী পানিসারা ফুল মোড় থেকে তাকে আটক করা হয়। আটক মিলন বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের সামাদ বিশ্বাসের ছেলে।
 
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া বলেন, এক মাদকব্যবসায়ী গাঁজাসহ নারাঙ্গালী পানিসারা ফুল মোড়ে অবস্থান করছেন, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ৪ কেজি গাঁজাসহ মিলন কে আটক করা হয়। আটক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

Print Friendly and PDF