চট্টগ্রাম, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪ , ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ফের নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির

প্রকাশ: ২৪ ডিসেম্বর, ২০২৩ ৩:৩৮ : অপরাহ্ণ

 

আবারও নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী ২৬, ২৭ ও ২৮ ডিসেম্বর বিএনপি ও সমমনা দলের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালিত পালন করবে।

রোববার (২৪ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

এর আগে এক দফা দাবি এবং নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে গত ২১, ২২ ও ২৩ ডিসেম্বর গণসংযোগ কর্মসূচি পালন করে বিএনপি। এ ছাড়া ২৪ ডিসেম্বর সকাল সন্ধ্যা অবরোধ কর্মসূচির ঘোষণা দেয় দলটি। বুধবার (২০ ডিসেম্বর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন রুহুল কবির রিজভী।

 

 

সুত্র:বৈশাখী অনলাইন

Print Friendly and PDF