প্রকাশ: ২৪ ডিসেম্বর, ২০২৩ ৩:২০ : অপরাহ্ণ
নির্বাচনে আচরণবিধি মানাতে সব জায়গায় কঠোর বার্তা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, কাউকে দেখানোর জন্য কমিশন কিছু করছে না। বিএনপি আসলে নির্বাচন ভারসাম্য হতো। তবে নির্বাচন একপেক্ষে হচ্ছে না।
কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের নির্দেশে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা কী ব্যবস্থা নেয়া হবে জানতে চাইলে তিনি বলেন, এখনও ২৪ ঘণ্টা হয়নি। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিশ্লেষণ করে ব্যবস্থা নেয়া হবে।
প্রার্থিতা বাতিলের ক্ষেত্রে আমাদের এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি। ইসি আলমগীর বলেন, প্রার্থীদের শোকজ নির্বাচন কমিশন করে না। শোকজ করে রিটার্নিং অফিসারেরা। কোনো কোনো ক্ষেত্রে আর্থিক জরিমানা, আইনের ধারায় মামলাও করা হয়েছে।
এ নির্বাচন কমিশনার বলেন, আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে কোনো দলকে চিঠি দেয়া হবে কিনা- অবস্থা বুঝে ব্যবস্থা নেয়া হবে।
সুত্র: চ্যানেল২৪