প্রকাশ: ২৩ ডিসেম্বর, ২০২৩ ৪:২৯ : অপরাহ্ণ
নিজ নির্বাচনী এলাকা নোয়াখালির কোম্পানিগঞ্জ-কবিরহাট ৫ আসনে জনসংযোগ করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শনিবার (২৩ ডিসেম্বর) সকালে কোম্পানীগঞ্জের শান্তির হাট, রংমালা বাজার, নতুন বাজার, বাংলা বাজারসহ বিভিন্ন স্থানে স্থানীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের সাথে এই নির্বাচনী গণসংযোগ করেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীতা নিশ্চিত হওয়ার পর গতকালই প্রথম এসেছেন নিজ আসনে। বিকেলে কোম্পানিগঞ্জের বসুরহাটে পথসভায় বক্তব্য রাখেন তিনি।