চট্টগ্রাম, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪ , ২২শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

রোজায় স্থিতিশীল বাজার : এখুনি প্রস্তুতির তাগিদ ব্যবসায়ীদের

প্রকাশ: ২৩ ডিসেম্বর, ২০২৩ ২:২৪ : অপরাহ্ণ

 

রোজায় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে এখন থেকেই প্রস্তুতি নেয়ার আহবান জানালেন ব্যবসায়ীরা। তারা বলেন, চাহিদার হিসাব কষে প্রয়োজনীয় পণ্যের আমদানি এখনই নিশ্চিত করতে হবে। ডলার সংকটে নিত্যপণ্যের এলসি খুলতে না পারার সংকটের কথাও তুলে ধরেন ব্যবসায়ীরা।

সোমবার রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই আইকনে, রোজায় নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তারা।

এদিকে, এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম বলেন, মুক্তবাজার অর্থনীতিতে সিন্ডিকেট বলে কিছু থাকতে পারে না। তবে কৃত্রিম সংকট থাকতে পারে বলে মন্তব্য করেন তিনি।

 

 

সুত্র:বৈশাখী অনলাইন

Print Friendly and PDF