চট্টগ্রাম, শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

নাশকতা এড়াতে বন্ধ ৬টি ট্রেন

প্রকাশ: ২৩ ডিসেম্বর, ২০২৩ ১১:০৩ : পূর্বাহ্ণ

 

নাশকতা এড়াতে ও ঝুঁকিপূর্ণ বিবেচনায় রাতে চলাচলকারী ছয়টি লোকাল মেইল ও কমিউটার ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে।

 

বন্ধ ঘোষণা করা ট্রেনগুলো হলো: ঢাকা-নাঃগঞ্জ রুটে চলাচল করা এক জোড়া কমিউটার ট্রেন, ঈশ্বরদী-রাজশাহী-রোহনপুর রুটে এক জোড়া লোকাল ট্রেন, রাজশাহী-পার্বতীপুর রুটে এক জোড়া মেইল ট্রেন এবং ময়মনসিংহ- ভূয়াপুর ২৫৩/২৫৪ লোকাল ট্রেন। আর ঢাকা-তারাকান্দার মধ্যে চলাচলকারী আন্তঃনগর যমুনার রুট সংক্ষিপ্ত করা হয়েছে। ১৫ ডিসেম্বর থেকে ট্রেনটি চলছে ঢাকা-জামালপুরের মধ্যে।

 

কমলাপুর রেল স্টেশনের ম্যানেজার মাসুদ সারোয়ার জানান, আজ থেকে বন্ধ করা হয়েছে রাজশাহী-পার্বতীপুর রুটের ট্রেন । বাকিগুলো ১৬ ডিসেম্বর থেকে বন্ধ রয়েছে। ঝুঁকিপূর্ণ বিবেচনায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান তিনি।

 

 

সুত্র:যমুনা অনলাইন

Print Friendly and PDF