চট্টগ্রাম, শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

যারা রেলে আগুন দিয়েছে তাদের ক্ষমা নেই: কাদের

প্রকাশ: ২০ ডিসেম্বর, ২০২৩ ১০:৪৬ : পূর্বাহ্ণ

 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বারবার নাশকতা করে বিএনপি নির্বাচন বানচালের অপচেষ্টা করেই যাচ্ছে। রেলে আগুন দিয়ে যারা চারটি প্রাণ হত্যা করেছে তাদের ক্ষমা নেই।

আজ মঙ্গলবার (১৯ই ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন এলাকায় বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত বিজয় শোভাযাত্রাপূর্ব সমাবেশে এসব কথা বলেন তিনি।

বর্ণিল সাজে সজ্জিত হয়ে মঙ্গলবার দুপুর থেকেই ঢাকা ও আশপাশের এলাকা থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে। বিজয় দিবসের শোভাযাত্রায় অংশ নিতে এখানে সমবেত হন তারা।

সংসদ নির্বাচনে ঢাকা মহানগরের ১৫টি আসন সহ বিভিন্ন আসনে আওয়ামী লীগের প্রার্থীরা এই শোভাযাত্রায় অংশ নেন।

 

 

বিজয় শোভাযাত্রার উদ্বোধন করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের  বলেন, বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে নাশকতা চালাচ্ছে। ট্রেনে পুড়িয়ে মানুষ হত্যাকারীদের অবশ্যই শাস্তি পেতে হবে।

২১ হাজার নেতাকর্মী জেলে আছে বলে বিএনপির যে দাবি, তা মিথ্যা বলে জানান ওবায়দুল কাদের।

দেশের ৭০ ভাগ মানুষ আওয়ামী লীগকে ভোট দেয়ার জন্য উন্মুখ হয়ে আছেন বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

পরে রমনা থেকে শুরু হয়ে শাহবাগ, সায়েন্স ল্যাবরেটরি মোড়, কলাবাগান হয়ে ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে শেষ হয় বিজয় শোভাযাত্রা।

 

Print Friendly and PDF