চট্টগ্রাম, শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপির অসহযোগ আন্দোলনের ডাকে কি আছে?

প্রকাশ: ২০ ডিসেম্বর, ২০২৩ ১:৫৮ : অপরাহ্ণ

 

জাতীয় সংসদ নির্বাচন বর্জন ও ভোট প্রতিহত করতে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বিএনপি। এসময় নির্বাচন কর্মকর্তাদের দায়িত্ব পালনে বিরত থাকার আহবান জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ বুধবার (২০ ই ডিসেম্বর) দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অসহযোগ আন্দোলনের ডাক দিয়ে এ আহবান জানান তিনি।

 

 

সংবাদ সম্মেলনে রিজভী আগামী ৭ই জানুয়রির নির্বাচন বর্জন, নির্বাচন কর্মকর্তাদের দায়িত্ব পালনে বিরত থাকা, বর্তমান সরকারকে সকল প্রকার ট্যাক্স, খাজনা, ইউটিলিটি বিল এবং অন্যান্য বিল দেয়া স্থগিত রাখা, ব্যাংকে টাকা জমা রাখা নিরাপদ কিনা তা ভাবার ও লেনদেন এড়িয়ে চলা এবং মিথ্যা ও গায়েবি মামলায় অভিযুক্ত লক্ষ লক্ষ রাজনৈতিক নেতাকর্মীদের আজ থেকে আদালতে মামলায় হাজিরা দেয়া থেকে বিরত থাকার আহ্বান জানান।

আগামী ৭ই জানুয়ারির নির্বাচনকে ডামি বলে উল্লেখ করেন বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব।

 

 

সুত্র:বৈশাখী অনলাইন

Print Friendly and PDF