চট্টগ্রাম, শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রতীক বরাদ্দ ও ভোটের আনুষ্ঠানিক প্রচারণা শুরু আজ

প্রকাশ: ১৮ ডিসেম্বর, ২০২৩ ৯:৫৮ : পূর্বাহ্ণ

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন বৈধ হওয়া প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হবে আজ সোমবার (১৮ ডিসেম্বর)। সারাদেশের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়গুলোতে সকাল ১০টায় একযোগে এই কার্যক্রম শুরু হবে। নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তারা এই প্রতীক বরাদ্দ দেবেন।

প্রতীক বরাদ্দের পরই শুরু নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা। ভোটের আগে প্রচারণার সময় ১৮ দিন। নির্বাচনের ব্যালট পেপার ছাড়া সব উপকরণ পাঠিয়েছে নির্বাচন কমিশন। প্রচারণার সময় প্রার্থীদের আচরণবিধি লক্ষ্য রাখার জন্য মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব।

ঘোষিত তফসিল অনুযায়ী, আজ থেকে শুরু হওয়া এ প্রচারণা চলবে আগামী ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। রোববার (১৭ ডিসেম্বর) ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট প্রার্থী এক হাজার ৮৯৬ জন। ৩৪৭ জন প্রার্থিতা প্রত্যাহার করেছেন। গেলরাতে এক ব্রিফিংয়ে ইসি সচিব জাহাংগীর আলম জানান, ২৭ টি নিবন্ধিত দল এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন। সকল প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি।

Print Friendly and PDF