চট্টগ্রাম, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪ , ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

‘রায়পুর রিপোর্টার্স ক্লাবের কমিটি গঠন’

প্রকাশ: ১৭ ডিসেম্বর, ২০২৩ ৯:৫৭ : পূর্বাহ্ণ

শরীফ হোসেন রিংকন, লক্ষ্মীপুর: সাংবাদিকদের সংগঠন রায়পুর রিপোর্টার্স ক্লাব (আর.আর.সি) এর ২০২৩-২৫ মেয়াদে সকল সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন কমিটির সভাপতি মাই টিভির লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি ও দৈনিক মা, মাটি, মানুষ পত্রিকার সম্পাদক শফিউল আজম চৌধুরী জুয়েল ও সাধারণ সম্পাদক এশিয়ান টিভির লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি ও দৈনিক সময়ের আলো পত্রিকার রায়পুর উপজেলা প্রতিনিধি জহিরুল ইসলাম টিটু।
শনিবার ১৬ ডিসেম্বর সন্ধ্যা-৭.৩০ ঘটিকার সময় রায়পুর পৌর শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে রায়পুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সভায় ১৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি দৈনিক লক্ষ্মীপুর পোস্ট এর স্টাফ রিপোর্টার নুর উদ্দিন ভাট শিপলু,   সহ-সভাপতি দৈনিক স্বাধীন সংবাদ প্রতিনিধি, এম আর হায়দার অপু, সহ-সভাপতি দৈনিক সন্ধ্যাবানী, মাহবুবুল হক রাজু।
যুগ্ন-সাধারণ সম্পাদক দৈনিক নগর বার্তা, শাহীন ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক বিডি লাইভ টিভি, সাইফুল ইসলাম রাজীম।
সাংগঠনিক সম্পাদক সাহারা টেলিভিশন, মোঃ শাহ পরান, সহ: সাংগঠনিক দৈনিক সময়ের কন্ঠ, মোঃ শরীফ, কোষাধ্যক্ষ দৈনিক দেশ প্রতিদিন, জাকির হোসেন, প্রচার সম্পাদক দি ঢাকা ক্রাইম নিউজ, জাহিদ হাসান জুয়েল, দপ্তর সম্পাদক দৈনিক বর্তমান, রিয়াজ হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক দৈনিক প্রতিদিনের সংবাদ, সাহিদা আক্তার সাথী, অর্থ বিষয়ক সম্পাদক দৈনিক ঢাকা প্রতিদিন, ইজাজ হোসেন রুমান। কার্যনির্বাহী সদস্য দৈনিক আলোকিত প্রতিদিন, মিন্টু চন্দ্র দাস, দৈনিক নতুন সময়, মহিউদ্দিন কাজল ও চ্যানেল কর্নফুলী শরীফ হোসেন রিংকন।
সাধারণ সভা শেষে রায়পুর রিপোর্টার্স ক্লাবের সকল সদস্যদের মতামতের ভিত্তিতে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
সভায় সদস্যরা আগামী ২ বছরের জন্য এই কমিটির দায়িত্ব আন্তরিকতার সাথে পরিচালনা করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।

Print Friendly and PDF