চট্টগ্রাম, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আবারও পয়েন্ট হারালো বার্সেলোনা

প্রকাশ: ১৭ ডিসেম্বর, ২০২৩ ২:০৫ : অপরাহ্ণ

 

সময়টা ভালো যাচ্ছে না লা লিগার ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। জয়ের দেখাই পাচ্ছে না বার্সেলোনা। এ নিয়ে টানা তিন ম্যাচে জয়হীন রইলো কাতালুনিয়ানরা। লা লিগায় এগিয়ে থেকেও ভ্যালেন্সিয়ার বিপক্ষে জিততে পারেনি জাভি হার্নান্দেজের শিষ্যরা।

শনিবার (১৬ই ডিসেম্বর) দিবাগত রাত ২টায় লা লিগার ম্যাচে মাঠে নামে বার্সেলোনা ও ভ্যালেন্সিয়া। ম্যাচটি ১-১ গোলে ড্র করে দুদল। তাতে পয়েন্ট হারিয়ে রীতিমতো ধুঁকছে চ্যাম্পিয়নরা।

বর্তমানে ১৬ ম্যাচ শেষে ৩৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে টেবিলের চারে রয়েছে বার্সেলোনা।

 

 

ম্যাচের ৫৫ মিনিটে জোয়াও ফেলিক্সের গোলে লিড নেয়া বার্সার বিপক্ষে ৭০ মিনিটের মাথায় ভ্যালেন্সিয়াকে সমতায় ফেরান গিয়ামন। খেলার প্রথমার্ধে বেশ কিছু সুযোগ তৈরি করলেও কোন দলই গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধে এসে ১-১ গোলের সমতায় ম্যাচটি শেষ হয়।

চ্যাম্পিয়ন্স লিগের পরে লা লিগায় জয় না পাওয়ায় বেশ চাপে রয়েছেন জাভি হার্নান্দেজ।

বর্তমানে ৪১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে জিরোনা। ৩৯ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ ও ৩৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে তিনে অ্যাতলেটিকো মাদ্রিদ।

Print Friendly and PDF