চট্টগ্রাম, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ , ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

যারা পুলিশ মারে তারা পশু: কামরুল ইসলাম

প্রকাশ: ১৫ ডিসেম্বর, ২০২৩ ৬:০৯ : অপরাহ্ণ

যারা ট্রেনে আগুন দেয়, পুলিশ মারে, স্কুলে নাশকতা চালায় তারা মানুষ না, পশু বলে মন্তব্য করেছেন ঢাকা-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকেলে বিজয় দিবস উপলক্ষে কেরানীগঞ্জের ভাওয়াল আটি উচ্চ বিদ্যালয়ে তিন দিনব্যাপী বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এ সদস্য বলেন, একটি গোষ্ঠী দেশের সব উন্নয়ন নষ্ট করতে চাচ্ছে। মুক্তিযুদ্ধের আগে প্রায় ২৩ বছর ধরে যে অপশক্তির বিরুদ্ধে আমাদের সংগ্রাম করতে হয়েছে সেই অপশক্তির বিরুদ্ধেই আজও আমাদের লড়াই করতে হচ্ছে।
তিনি আরও বলেন, ভাওয়াল এলাকার প্রতিটি স্কুলে দু-তিনটি ভবন করেছি। পুরো বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বে আমাদের হাত ধরে উন্নয়ন ঘটেছে। সেই উন্নয়নকে যারা থামিয়ে দিতে চায়, নতুন প্রজন্মকে সঙ্গে নিয়ে বিজয়ের মাসে মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণাকে কাজে লাগিয়ে যে কোনো মূল্যে তাদের পরাজিত করতে হবে। 

Print Friendly and PDF