চট্টগ্রাম, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

নৌকা প্রতীকেই নির্বাচন করবে ১৪ দলীয় জোট: বৈঠক শেষে ইনু

প্রকাশ: ১১ ডিসেম্বর, ২০২৩ ১০:৪৫ : পূর্বাহ্ণ

 

১৪ দলীয় জোটের প্রার্থীরা নৌকা প্রতীক নিয়ে জোটবদ্ধ হয়ে দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নেবে। তবে আসন বণ্টন নিয়ে সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। তিনি বলেন, আগামী ২-১ দিনের মধ্যে সমন্বয় করে প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

রোববার (১০ ডিসেম্বর) রাতে জাতীয় সংসদ ভবনে ১৪ দলের বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

 

এ সময় জাসদ সভাপতি বলেন, জোটের শীর্ষ নেতাদের আসনগুলো নিশ্চিত হয়েছে। তবে ১৫ তারিখের মধ্যে শরীকদের সব আসন চুড়ান্ত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এ নিয়ে বৈঠক শেষে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, সৌহার্দপূর্ণ পরিবেশে জোটের বৈঠক হয়েছে। প্রত্যাশা অনুযায়ী আসন বিন্যাস হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। আগামী দুই-এক দিনের মধ্যে সমন্বয় করে প্রার্থী তালিকা প্রকাশ করা হবে বলেও জানান এই নেতা।

 

 

সুত্র:যমুনা অনলাইন

Print Friendly and PDF