চট্টগ্রাম, শনিবার, ৯ নভেম্বর ২০২৪ , ২৪শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল শুরু

প্রকাশ: ১০ ডিসেম্বর, ২০২৩ ১১:০৫ : পূর্বাহ্ণ

 

ঘন কুয়াশার কারণে  ৯ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট দিয়ে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে।

পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌরুটে শনিবার রাত ১টা থেকে আজ রোববার সকাল ১০টা পর্যন্ত ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ থাকে। এছাড়া ঘন কুয়াশার কারণে মাঝ নদীতে ৪টি ফেরি আটকে ছিল। এতে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে যাত্রীদের।

 

আরিচা অফিসের বিআইডব্লিউটিসির এজিএম আব্দুস সালাম জানান, শনিবার রাত ১টার দিকে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকলে পাটুরিয়া- দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌ-রুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হয়। রোববার সকাল ১০টার দিকে কুয়াশার ঘনত্ব কমতে থাকলে এ নৌপথে ফেরি ও লঞ্চ চলাচল শুরু করা হয়।

Print Friendly and PDF