চট্টগ্রাম, বুধবার, ২২ মে ২০২৪ , ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

শীত কবে জেঁকে বসবে, জানালো আবহাওয়া অফিস

প্রকাশ: ৮ ডিসেম্বর, ২০২৩ ২:৩৯ : অপরাহ্ণ

 

বঙ্গোপসাগরে লঘুচাপ দুর্বল হয়ে যাওয়ায় সারাদেশে কমতে শুরু করেছে বৃষ্টির পরিমাণ। তবে, রাজধানী ঢাকাসহ বিভিন্নস্থানে এখনও থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। আগামীকাল নাগাদ আবহাওয়া স্বাভাবিক হয়ে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে, মেঘ কেটে গেলেও আগামী সোমবার থেকে দেশজুড়ে জেঁকে বসবে শীত। আর ডিসেম্বরের শেষদিকে বইতে পারে শৈত্যপ্রবাহ।

গত তিনদিন ধরে বৃষ্টি হচ্ছে রাজধানী ঢাকাসহ সারাদেশে। তবে শুক্রবার সকাল থেকে কমতে শুরু করে বৃষ্টি। বিকেল থেকে বৃষ্টির পরিমাণ আরও কমে আসবে। তবে দেশের পূর্বাঞ্চলে বৃষ্টি অব্যাহত থাকার কথা জানিয়েছে আবহাওয়া অফিস।

এদিকে বৃষ্টির কারণে হালকা শীতের অনুভূতিতে অনেকে পরেছেন শীতের পোশাক। বৈরী আবহাওয়ায় কাজে ব্যাঘাত ঘটলেও আবহাওয়ার পরিবর্তন প্রকৃতিতে নতুন রূপ এনেছে বলে জানান তারা।

আবহাওয়া অফিস জানিয়েছে শনিবার থেকে রোদের দেখা মিলবে সারাদেশে। মেঘ পুরোপুরি কেটে গেলে সোমবার থেকে সারাদেশে জেঁকে বসবে শীত।

অন্যদিকে টানা বৃষ্টিতে দেশের বিভিন্নস্থানে ধান ও সবজিসহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে।

 

 

সুত্র:বৈশাখী অনলাইন

Print Friendly and PDF