চট্টগ্রাম, শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পেলো ‘ইফতার’

প্রকাশ: ৮ ডিসেম্বর, ২০২৩ ২:৫১ : অপরাহ্ণ

 

রমজান মাসের ইফতারকে ‘অনন্য বিশ্ব ঐতিহ্য’ হিসেবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো। বুধবার (৬ ডিসেম্বর) নিজেদের ওয়েবসাইটে এ স্বীকৃতির কথা জানায় সংস্থাটি।

ইরান, তুরস্ক, আজারবাইজান ও উজবেকিস্তানের যৌথ আবেদনের পরিপ্রেক্ষিতে ইফতারকে এই স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো।

 

ইউনেস্কোর ভাষায়, ইফতার (ইফতারি কিংবা ইফতর হিসেবেও পরিচিত) রমজান মাসে সব ধরনের ধর্মীয় বিধান মানার পর সূর্যাস্তের সময় মুসলমানদের পালনীয় রীতি। যার মাধ্যমে সব বয়স ও লিঙ্গের মানুষ (যারা রোজা রাখে) ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত উপবাসের সমাপ্তি করে।

সংস্থাটি মনে করে, এ ধর্মীয় রীতি পরিবার ও সমাজিক বন্ধন দৃঢ় করে। দান, সৌহার্দ্যের মতো বিষয়গুলোকেও সামনে নিয়ে আসে।

 

 

সুত্র:যমুনা অনলাইন

Print Friendly and PDF