চট্টগ্রাম, শনিবার, ১১ মে ২০২৪ , ২৮শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

প্রকাশ: ৬ ডিসেম্বর, ২০২৩ ১০:৩৮ : পূর্বাহ্ণ

 

ঘূর্ণিঝড় ‘মিগজাউমের’ প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় আকাশ মেঘলা রয়েছে। অনেক স্থানে সকাল থেকে দেখা মেলেনি সূর্যের। কোথাও কোথাও গুঁিড় গুঁড়ি বৃষ্টি হচ্ছে। ফলে কিছুটা শীত অনুভুত হচ্ছে।

আজ বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দেশের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 

 

এদিকে, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত এবং দেশের অভ্যন্তরীণ নদী বন্দর সমূহকে ১নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

 

 

সুত্র:বৈশাখী অনলাইন

Print Friendly and PDF