চট্টগ্রাম, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫ , ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রার্থীতা ফিরে পেতে ইসিতে আপিল শুরু

প্রকাশ: ৫ ডিসেম্বর, ২০২৩ ১০:৫৯ : পূর্বাহ্ণ

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ে মোট ৭৩১ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। প্রার্থীতা ফিরে পেতে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচন কমিশনে এসে আপিল আবেদন শুরু করেছে।

আজ মঙ্গলবার সকালে আগারগাঁও নির্বাচন ভবনের সামনে অস্থায়ী ক্যাম্পে এই আপিল আবেদন শুরু হয়। যা চলবে আগামী ৯ই ডিসেম্বর পর্যন্ত। তারপর ১০ই ডিসেম্বর থেকে ১৫ই ডিসেম্বর আপিল শুনানির মাধ্যমে রায় ঘোষণা করা হবে।

সিইসি কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে পাঁচ সদস্যের পূর্ণাঙ্গ কমিশনের উপস্থিতিতে শুনানি অনুষ্ঠিত হবে মঙ্গলবার।

 

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই শেষ হয়েছে গতকাল। ৩শ আসনে জমা পড়া ২ হাজার ৭১৬টি মনোনয়নপত্রের মধ্যে ১ হাজার ৯৮৫টি বৈধ আর ৭৩১টি বাতিল হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি হবে ৫ থেকে ১৫ই ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ই ডিসেম্বর।

রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ই ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ই জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ২০২৪ সালের ৭ই জানুয়ারি (রোববার)।

 

 

সুত্র:বৈশাখী অনলাইন

Print Friendly and PDF