চট্টগ্রাম, রোববার, ৫ জানুয়ারী ২০২৫ , ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপির নেতৃত্বের প্রতি হতাশ হয়েই কর্মীরা তৃণমূল বিএনপিতে যোগ দিচ্ছে: কাদের

প্রকাশ: ২ ডিসেম্বর, ২০২৩ ৪:২১ : অপরাহ্ণ

 

তৃণমূল বিএনপির অনেক প্রার্থীই বিএনপির কর্মী। বিএনপির নেতৃত্বের প্রতি হতাশ হয়েই তারা নির্বাচনে অংশ নিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার (২ নভেম্বর) রাজধানীর ধানমন্ডিতে দলটির সভাপতির কার্যালয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ২৯টি নিবন্ধিত দল নির্বাচনে অংশ নিয়েছে। দূরে আছে বিএনপিসহ ১৪-১৫টি দল। তবে বেশিরভাগ দল নির্বাচনে অংশ নিচ্ছে।

বিএনপির বিভক্তির সুযোগ আওয়ামী লীগ নিচ্ছে কিনা, এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, কোনো দলকে ভাগ করা আওয়ামী লীগের নীতি নয়। বিএনপির ভুল নীতির জন্যই দলটির মাঝে বিভেদ তৈরি হয়েছে।

ব্যারিস্টার শাহ জাহান ওমরকে নমিনেশন দেয়া নিয়ে প্রশ্ন করা হলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এটা তার ব্যক্তিগত স্বাধীনতা। এটাও গণতন্ত্র। তিনি সেচ্ছায় এসেছেন, এটা তার বক্তব্যে তিনি বলেছেন।

কাদের আরও বলেন, আগুন সন্ত্রাসের মাঝেও মানুষ নির্বাচনবিমুখ হয়নি। বিএনপির একদফা গভীর গর্তে পড়ে গেছে। বিএনপি কর্মীরা এখন হতাশ। তারা দলের নেতৃত্বের ওপর আস্থা হারিয়ে ফেলেছে।

 

 

সুত্র:যমুনা অনলাইন

Print Friendly and PDF