চট্টগ্রাম, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪ , ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

যশোর-১ (শার্শা) আসনে ৬জন প্রার্থীর মনোনয়নপত্র জমা

প্রকাশ: ১ ডিসেম্বর, ২০২৩ ২:৩৭ : অপরাহ্ণ

বেনাপোল প্রতিনিধি : মনোনয়নপত্র জমা দানের শেষ দিনে ৮৫ যশোর-১ (শার্শা) আসনে ৬জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এরা হলেন, যশোর-১ (শার্শা) আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব শেখ আফিল উদ্দিন, আওয়ামীলীগের স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও বেনাপোলের সাবেক পৌর মেয়র আশরাফুল আলম লিটন, আওয়ামীলীগের স্বতন্ত্র হিসেবে সোহরাব হোসেন, স্বতন্ত্র হিসেবে আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য নাজমুল হাসান, জাকের পার্টির সবুর খান ও জাতীয় পার্টির আক্তারুজ্জামান।
উপজেলা নির্বাচন কর্মকর্তা কামাল উদ্দীন আহম্মেদ বলেন, ৮৫ যশোর-১ আসনে সংসদ নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করার লক্ষ্যে ৫জন প্রার্থী শার্শা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা বরাবর মনোনয়নপত্র দাখিল করেছেন। আর নাজমুল হাসান (স্বতন্ত্র, আওয়ামীলীগ) যশোর ডিসি অফিসে মনোনয়ন পত্র দাখিল করেছেন।

Print Friendly and PDF