চট্টগ্রাম, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫ , ১৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামে ৯টি আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী

প্রকাশ: ৩০ নভেম্বর, ২০২৩ ১০:৪২ : পূর্বাহ্ণ

 

চট্টগ্রাম জেলার ১৬টি সংসদীয় আসনের ৯ টিতেই মনোনয়ন বঞ্চিত আওয়ামী লীগের নেতারা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে তারা স্বতন্ত্র হিসেবে নির্বাচনে লড়বেন। তাদের দাবি, দল মনোনয়ন না দিলেও প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন করতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছেন।

আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়া নেতারা চট্টগ্রামে ফিরে মনোনয়নপত্র জমা দিতে শুরু করেছেন নির্বাচন অফিসগুলোতে। তবে চট্টগ্রাম নগরী ও জেলায় রাজনীতির মাঠে উত্তাপ ছড়াচ্ছে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থীরা। চট্টগ্রাম জেলার ১৬টি আসনের ৯ টিতেই  আওয়ামী লীগের ৭জন হেভিওয়েট নেতাসহ ১৩ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

 

 

চট্টগ্রাম-১ মীরসরাই আসনে সাতবারের নির্বাচিত সংসদ সদস্য, সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের ছেলে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মাহবুবুর রহমান রুহেল এবার আওয়ামী লীগের টিকিট পেয়েছেন। তবে এ আসনে চট্টগ্রাম  উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ গিয়াস উদ্দিন স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মঞ্জুর আলম চট্টগ্রাম ১০ আসনে প্রার্থী হবেন। মনোনয়ন বঞ্চিত চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম লড়বেন চট্টগ্রাম-৮ আসনে।

চট্টগ্রাম-১৫, সাতকানিয়া-লোহাগাড়া আসনে দলীয় মনোনয়ন বঞ্চিত সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের এম এ মোতালেব স্বতন্ত্র প্রার্থী হয়ে মাঠে নেমেছেন।

 

 

মনোনয়ন না পেয়ে চট্টগ্রাম ১১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন নগরীর ৩৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর জিয়াউল হক সুমন।

চট্টগ্রাম ১২ পটিয়া আসনে বর্তমান সংসদ সদস্য ও হুইপ শামসুল হক চৌধুরী এবার আওয়ামী লীগের মনোনয়ন পাননি। নাগরিক কমিটির ব্যানারে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন তিনি।

এছাড়াও দলীয় মনোনয়ন না পেয়ে চট্টগ্রাম ২, ১৪ ও ১৬ আসনেও স্বতন্ত্র প্রার্থী আছেন আওয়ামী লীগের স্থানীয় নেতারা। বুধবার পর্যন্ত চট্টগ্রামের ১৬টি আসনে ১৫৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। যার মধ্যে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ৩৩ জন।

 

 

সুত্র:বৈশাখী অনলাইন

Print Friendly and PDF