চট্টগ্রাম, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪ , ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ভিসা ছড়াই চীন যেতে পারবে ৬ দেশ

প্রকাশ: ২৫ নভেম্বর, ২০২৩ ১১:১৪ : পূর্বাহ্ণ

 

এ বছর ছয়টি দেশের নাগরিক ভিসা ছাড়াই চীনে প্রবেশ করতে পারবে। ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, স্পেন এবং মালয়েশিয়ার নাগরিকরা বিনা ভিসায় চীনে প্রবেশ করতে পারবে বলে জানিয়েছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর বিবিসি।

বর্তমানে বেশিরভাগ ভ্রমণকারীদের চীনে প্রবেশের জন্য ভিসার প্রয়োজন পড়ে। যদিও পরীক্ষামূলক ভাবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে, তবে চীনা কর্তৃপক্ষ বলছে ভবিষ্যতে আরও বেশ কিছু দেশ এ সুযোগ পেতে পারে।  পহেলা ডিসেম্বর থেকে ৩০ নভেম্বর ২০২৪ পর্যন্ত, এই দেশগুলোর সাধারণ পাসপোর্টধারীরা ১৫ দিন পর্যন্ত ভিসা ছাড়াই চীনে ব্যবসা বা ভ্রমণ করতে পারবেন।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং শুক্রবার (২৪ নভেম্বর) গণমাধ্যমকে বলেন, “চীনের উন্নয়ন এবং উন্মুক্তকরণ নীতি প্রচারে এ উদ্যোগ নেয়া হল”। প্রসঙ্গত, ২০২০ সালের মার্চ মাসে, চীন করোনাভাইরাস মহামারীর পরিপ্রেক্ষিতে কঠোর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছিল। এরপর এ বছর মার্চ মাসেই চীন আবার সব ধরনের ভিসা দেওয়া শুরু করে।

কোভিড শুরুর আগে প্রতি বছর প্রায় ১ কোটি বিদেশী দর্শনার্থী চীন ভ্রমণে আসত। তবে তিন বছর ধরে, চীনে ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে বিদেশীদের ভ্রমণ কিছুটা কমে যায়।

 

 

সুত্র: চ্যানেল২৪

Print Friendly and PDF