চট্টগ্রাম, রোববার, ২৮ এপ্রিল ২০২৪ , ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সোমবার ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করবে জাতীয় পার্টি

প্রকাশ: ২৪ নভেম্বর, ২০২৩ ২:৩৬ : অপরাহ্ণ

 

দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে রংপুর ও রাজশাহী বিভাগে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার নেয়া শুরু হয়েছে। শুক্রবার সকালে বনানীতে দলের কার্যালয়ে সাক্ষাতকার নেন দলের চেয়ারম্যান জি এম কাদেরের নেতৃত্বাধীন মনোনয়ন বোর্ড। এদিকে, আজও মনোনয়ন ফরম বিতরণ করছে জাতীয় পার্টি। দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু জানিয়েছেন, আগামী ২৭শে নভেম্বর ৩’শ আসনে প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। জাতীয় পার্টিতে কোন বিভেদ নেই বলেও জানান তিনি।

 

 

দ্বাদশ সংসদ নির্বাচনকে ঘিরে জাতীয় পার্টিতে চলছে ভোটে অংশ নেয়ার জোর প্রস্তুতি। শুক্রবার সকালে রাজধানীর বনানীতে দলের কার্যালয়ে আসেন চেয়ারম্যান জিএম কাদেরসহ মনোনয়ন বোর্ডের সদস্যরা। এদিন দলের টিকিট চূড়ান্ত করতে সাক্ষাতকার দেন রংপুর ও রাজশাহী বিভাগের মনোনয়ন প্রত্যাশীরা।

সাক্ষাতকার শেষে মনোনয়ন প্রত্যাশীরা জানান, জাতীয় পার্টি যে কোনো দলের বিপক্ষে লড়তে সাংগঠনিকভাবে প্রস্তুত।

এদিকে, জাতীয় পার্টির মহাসচিব জানিয়েছেন, ৩শ আসনে প্রার্থীর চূড়ান্ত তালিকা দেয়া হবে আগামী ২৭ নভেম্বর। দলে কোনো বিভেদ নেই বলেও জানান তিনি। জাতীয় পার্টি মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম শুক্রবারও চলেছে।

 

 

সুত্র:বৈশাখী অনলাইন

Print Friendly and PDF