চট্টগ্রাম, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪ , ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের টিকিট বিক্রি শুরু

প্রকাশ: ২৩ নভেম্বর, ২০২৩ ১০:৪৩ : পূর্বাহ্ণ

 

সৈকতের নগরী কক্সবাজারে ট্রেনের হুইসেল বেজেছে বেশ কদিন আগেই। পরীক্ষামূলক আর উদ্বোধনী ট্রেনের চাকা ঘুরেছে পর্যটন শহরে। যাত্রী নিয়ে বাণিজ্যিক ট্রেন চলবে পহেলা ডিসেম্বর থেকে। এবার শুরু হচ্ছে সেই ট্রেনের টিকিট বিক্রি।

আজ থেকে রাজধানী ঢাকা থেকে পর্যটন নগরী কক্সবাজার ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩শে নভেম্বর) সকাল ৮টা থেকে কাউন্টার ও অনলাইন দুই মাধ্যমেই টিকিট বিক্রি হচ্ছে। আগামী ১লা ডিসেম্বর থেকে যাত্রা শুরু হবে ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনটির। আজ পাওয়া যাচ্ছে পহেলা, দোসরা ও তেসরা ডিসেম্বরের টিকিট। বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক সরদার শাহাদাত আলী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

 

ট্রেনটিতে ৭৮০টি সিট থাকবে। দুই শ্রেণির টিকিটের ব্যবস্থা রাখা হয়েছে এই ট্রেনে। শোভন বা নন-এসি ৬৯৫ টাকা ও øিগ্ধা বা এসি চেয়ার ১৩২৫ টাকা। রাত সাড়ে ১০টায় ঢাকার কমলাপুর ছেড়ে সকাল ৭টায় কক্সবাজার পৌছাঁবে ট্রেনটি। আবার দুপুর ১টায় কক্সবাজার ছেড়ে ঢাকা পৌঁছানোর কথা রাত ১০টায়।

ট্রেনটি ঢাকা থেকে সোমবার ও কক্সবাজার থেকে মঙ্গলবার বন্ধ থাকবে।

 

Print Friendly and PDF