চট্টগ্রাম, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪ , ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বেনাপোল সীমান্তে ১৮টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

প্রকাশ: ২২ নভেম্বর, ২০২৩ ১০:৩৪ : পূর্বাহ্ণ

 

সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:  যশোরের বেনাপোল পুটখালী ক্যাম্পের সদস্যরা ১৮টি স্বর্ণের বারসহ আক্তারুল (২০) নামে এক সোনা পাচারকারীকে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে পুটখালী মসজিদ বাড়ি পোস্ট পাঁকা রাস্তার নামক স্থান থেকে স্বর্ণের বার সহ তাকে আটক করা হয়। সে বেনাপোল পোর্ট থানার খলশী গ্রামের আবু বককার এর ছেলে। যার মুল্য এক কোটি অষ্টআশি লক্ষ চত্রিশ হাজার ছয়শত ছিয়াশি টাকা।

 

২১ বিজিবি অধিনায়ক লেফটেন কর্নেল মোহাম্মদ খুরশিদ আনোয়ার জানান, পুটখালী ক্যাম্পের একটি টহলদল মেইন পিলার ১৭/৭-এস এর ১৬৮ আর হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মসজিদবাড়ী চেকপোষ্ট পাকা  রাস্তা নামক স্থান হতে ১৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। এসময় আক্তারুল নামে এক স্বর্ণ পাচারকারী কে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ এবং স্বর্ণ যশোর ট্রেজারিতে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

Print Friendly and PDF