চট্টগ্রাম, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

দুই টেস্ট খেলতে আজ ঢাকা আসবে নিউজিল্যান্ড

প্রকাশ: ২১ নভেম্বর, ২০২৩ ৩:৫৯ : অপরাহ্ণ

দুই ম্যাচের টেস্ট ক্রিকেট সিরিজ খেলতে আজ রাতে ঢাকায় আসবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম ও মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ১০টায় দেশে এসে পৌঁছাবে কিউইরা ।

এই সিরিজ দিয়ে শুরু হবে টাইগারদের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মিশন। সিরিজের প্রথম টেস্ট ম্যাচ সিলেটে হওয়ায় ঢাকা পা রাখার পরদিনই ম্যাচ ভেন্যুতে চলে যাবে নিউজিল্যান্ড ক্রিকেট দল।

সিরিজ সামনে রেখে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৫ সদস্যের টেস্ট দল ঘোষণা করেছে বিসিবি। দলকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট শুরু শে ২৮শে নভেম্বর। আর ৬ই ডিসেম্বর ঢাকায় শুরু হবে দ্বিতীয় টেস্ট ম্যাচ।

 

 

সুত্র:বৈশাখী অনলাইন

Print Friendly and PDF