প্রকাশ: ২০ নভেম্বর, ২০২৩ ১২:৪৬ : অপরাহ্ণ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে স্কটিশ পার্লামেন্টের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত সংসদ সদস্য ফয়সল চৌধুরীর নেতৃত্বে ছয় সদস্যের ক্রস পার্টি পার্লামেন্টারি গ্রুপ (সিপিজি) এর প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সোমবার (২০ নভেম্বর) সকালে গণভবনে তারা প্রধানমন্ত্রীর সাথে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
এসময় ফয়সল চৌধুরীর সাথে ক্রস পার্টি পার্লামেন্টারি গ্রুপ (সিপিজি) এর ছয় সদস্য উপস্থিত ছিলেন।
সাক্ষাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নে তাঁর সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা প্রতিনিধি দলকে জানান।
সুত্র:বৈশাখী অনলাইন