প্রকাশ: ১৮ নভেম্বর, ২০২৩ ১০:৩০ : পূর্বাহ্ণ
মালয়েশিয়ায় অবৈধ অভিবাসনের অভিযোগে আটক হয়েছেন বাংলাদেশিসহ ৩৭৭ জন। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানায় দেশটির অভিবাসন বিভাগ।
সড়ক পরিবহন বিভাগের সহায়তায় দেশের দু’টি ইমিগ্রশন পয়েন্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরবর্তী তদন্তের জন্য আটককৃতদের দেশটির সেলাঙ্গর সেমুনিয়াহ ইমিগ্রেশন ডিপোতে নেয়া হয়। আটককৃতদের মধ্যে বাংলাদেশ, নেপাল, মিয়ানমার, ইন্দোনেশিয়া, পাকিস্তান, ভারত ও শ্রীলঙ্কার নাগরিক রয়েছে। তাদের বেশিরভাগই নারী।
বিবৃতিতে, অবৈধ অভিবাসীদের কাজ না দিতে কঠোর ভাবে নিষেধ করা হয়। কেউ কাজ দিলে ইমিগ্রেশন আইনের আওতায় ঐ নিয়োগকর্তাকে গ্রেফতার করা হবে বলে হুঁশিয়ারিও দেয়া হয়।
সুত্র: যমুনা অনলাইন