চট্টগ্রাম, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রাম বন্দরে পণ্য ওঠানামা বন্ধ

প্রকাশ: ১৭ নভেম্বর, ২০২৩ ২:৩৬ : অপরাহ্ণ

 

 ঘূর্ণিঝড় মিধিলি’ উপকূলের কাছাকাছি চলে আসায় চট্টগ্রাম বন্দর পণ্য ওঠানামা কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।সম্ভাব্য ক্ষয়ক্ষতির আশংকায় চট্টগ্রাম বন্দরের নিজস্ব সংকেত এলার্ট ৩ জারি করা হয়েছে।

চট্টগ্রাম বন্দর কতৃপক্ষের সচিব মো: ওমর ফারুক জানান, লাইটার জাহাজ গুলোকে নিরাপদ দুরত্বে সরিয়ে নেয়া হচ্ছে। ২২ টি বড় জাহাজকে গভীর সমুদ্রে পাঠিয়ে দেয়া হচ্ছে।

এছাড়াও ঘূর্ণিঝড় ‘মিধিলা’-এর প্রভাবে ক্ষয়ক্ষতি এড়াতে চট্টগ্রাম বন্দরে বন্ধ করে দেয়া হয়েছে পণ্য ওঠা নামা।

 

বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় ‘মিধিলি’র  প্রভাবে রাত থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে চট্টগ্রামে। ফলে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর বিভিন্ন স্থানে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরিয়ে দিতে মাইকিং করা হচ্ছে। দুর্যোগ মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন।

ঘূর্ণিঝড়ের কারণে দেশের চার সমুদ্রবন্দরের মধ্যে পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।

 

 

সুত্র: বৈশাখী  অনলাইন

Print Friendly and PDF