চট্টগ্রাম, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪ , ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপি নির্বাচনে না আসলেও কোনো সমস্যা নেই: তথ্যমন্ত্রী

প্রকাশ: ১৬ নভেম্বর, ২০২৩ ২:০৫ : অপরাহ্ণ

বিএনপি যদি নির্বাচনে না আসে তাতে কোনো সমস্যা নেই বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, বিএনপি না আসলেও অন্য দলগুলো ঠিকই ভোটে আসবে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনে এক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ২০১৪ আর ২০১৮ সালের তুলনায় বিএনপির শক্তি অনেক কমে গেছে। নিশ্চিত পরাজয় হবে জেনেই নির্বাচনে আসছে না বিএনপিসহ সমমনা কয়েকটি দল। এই কারণেই তারা নির্বাচন প্রতিহত করা অপচেষ্টা করছে।

এ সময় নির্বাচনী ট্রেন কারো জন্য অপেক্ষা করবে না মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, ভোট ছাড়া গণতান্ত্রিক সরকারকে পরাজিত করার আর কোনো উপায় নেই।

Print Friendly and PDF