চট্টগ্রাম, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ , ২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

বেনাপোলে ৯০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশ: ১৫ নভেম্বর, ২০২৩ ৪:৪৯ : অপরাহ্ণ

ওসমান গনি, বেনাপোল প্রতিনিধি : যশোরের সীমান্তবর্তী বেনাপোল পোর্ট থানার পুলিশ অভিযান চালিয়ে ৯০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ আলমগীর হোসেন (৪২) নামে এক জনকে আটক করছে।
আটককৃত আলমগীর হোসেন বেনাপোল পোর্ট সাদিপুর গ্রামের তাহাজ্জত আলীর ছেলে।
বুধবার ভোর রাতে বেনাপোল পোর্ট থানা পুলিশ সীমান্তের সাদিপুর গ্রামে তার নিজ বসত বাড়িতে অভিযান চালিয়ে গোয়াল ঘরের মধ্য থেকে ভারতীয় নিষিদ্ধ ৯০ বোতল পেন্সিডিলসহ তাকে আটক করেন।
বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূইয়া জানান, ফেন্সিডিলসহ আটককৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে থানায় মামলা হয়েছে।

Print Friendly and PDF