চট্টগ্রাম, রোববার, ৫ জানুয়ারী ২০২৫ , ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশের প্রথম ১৪ লেন সড়কের উদ্বোধন আজ

প্রকাশ: ১৪ নভেম্বর, ২০২৩ ১১:১৯ : পূর্বাহ্ণ

 

রাজধানীর পূর্বাচলে নির্মিত দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় এক্সপ্রেসওয়ে সড়কের উদ্বোধন আজ। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি উদ্বোধন করবেন এই সড়কের। সেইসাথে আজ থেকে এই সড়কের নাম হচ্ছে ‘শেখ হাসিনা সরণি’।

রাজধানীর কুড়িল থেকে রূপগঞ্জের কাঞ্চন সেতু পর্যন্ত ১৪ কিলোমিটার সড়কটির নির্মাণ ব্যয় ১৪ হাজার কোটি টাকা। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অধীনে নির্মিত এই সড়কটির তদারকি ও নির্মাণ কাজ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

 

 

দেশের প্রথম ১৪ লেনের সড়ক এটি। আট লেনের এক্সপ্রেসওয়ের সঙ্গে থাকছে ৬ লেনের সার্ভিসওয়ে। সেইসাথে দুই পাশে ১০০ ফুটের পাড় বাঁধানো খাল। খালেরই দুইপাশেই রয়েছে সার্ভিস রোড।

সড়কটি চালু হওয়ার ফলে ঢাকা থেকে বৃহত্তর চট্টগ্রাম, সিলেটসহ দেশের পূর্বাঞ্চলে যাতায়াতের পথ আরও বেশি সুগম হবে।

 

 

অত্যাধুনিক এই এক্সপ্রেসওয়েতে নেই কোনো ধরনের স্টপওভার পয়েন্ট, সিগন্যালিং সাইন কিংবা অন্য কোনো প্রতিবন্ধকতা। ছোট, মাঝারি ও বড় সব ধরনের যানবাহন এখানে চলবে আপন গতিতে। ৬ থেকে ৭ মিনিটে গাড়ি বাধাহীনভাবে পার হবে সাড়ে ১৪ কিলোমিটার পথ। এ জন্য রাখা হয়েছে পাঁচটি অ্যাট-গ্রেড ইন্টারসেকশন। এতে দ্রুতগতির যানবাহনগুলো গতি না কমিয়েই লেন পরিবর্তন করতে পারে।

 

 

সুত্র: যমুনা অনলাইন

Print Friendly and PDF