চট্টগ্রাম, রোববার, ৫ জানুয়ারী ২০২৫ , ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রায় ৬ বছর পর খুলনায় প্রধানমন্ত্রী

প্রকাশ: ১৩ নভেম্বর, ২০২৩ ৩:০২ : অপরাহ্ণ

একদিনের সফরে খুলনা পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় ছয় বছর পর খুলনা সফরে গেলেন সরকারপ্রধান। তাই স্থানীয় নেতাকর্মীদের মাঝে উচ্ছাস বিরাজ করছে। সেখানে আজ একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

সোমবার (নভেম্বর ১৩) দুপুর পৌনে একটায় হেলিকপ্টারে ঢাকা থেকে খুলনায় পৌঁছান প্রধানমন্ত্রী।

সরকার প্রধানের আগমন উপলক্ষ্যে বর্ণিল সাজে সেজেছে খুলনা নগরী। সড়কে-সড়কে শোভা পাচ্ছে আলোকসজ্জা। শহরের বিভিন্ন রাস্তাঘাট ছেয়ে গেছে ব্যানার-পোস্টারেও। গোটা নগরীতে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। সকাল থেকেই সভাস্থলে দলে দলে যুক্ত হয়েছেন নেতাকর্মীরা।

এদিন জেনোসাইড অ্যান্ড টর্চার আর্কাইভ ও জাদুঘর ভবনসহ ২২টি প্রকল্পের উদ্বোধন ও দুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বঙ্গবন্ধু কন্যা। প্রকল্প উদ্বোধন শেষে খুলনা সার্কিট হাউজ মাঠে দলীয় জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। জনসভার জন্য পদ্মা সেতুর আদলে তৈরি হয়েছে মঞ্চ।

Print Friendly and PDF