চট্টগ্রাম, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ , ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনালের জয়

প্রকাশ: ১২ নভেম্বর, ২০২৩ ১:২৩ : অপরাহ্ণ

 

ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে আলাদা খেলায় জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনাল।

প্রিমিয়ার লিগে লুটন টাউনের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেড ১-০ গোলে জিতেছে। ওল্ড ট্র্যাফোর্ডে শনিবার রাতে লুটনের বিপক্ষে জয় পায় তারা।

 

খেলা শুরুর প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য সমতায়। বিরতির পর ৫৯তম মিনিটে অবশেষে জালের দেখা পায় ইউনাইটেড। ম্যাচে নিজেদের পঞ্চম কর্নারে কোনাকুনি শট নেন র‌্যাশফোর্ড, প্রতিপক্ষের পায়ে লেগে বল চলে যায় লিন্ডেলফের পায়ে। বাকি সময়ে লুটন সমতা ফেরাতে না পারলে জয় নিয়ে মাঠ ছাড়ে রেড ডেভিলসরা।

 

 

স্বস্তির এই জয়ের পর ১২ ম্যাচে সপ্তম জয়ে ২১ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। আরেক ম্যাচে শনিবার রাতে ঘরের মাঠে বার্নলির বিপক্ষে ৩-১ গোলে জিতেছে আর্সেনাল।

১২ ম্যাচে আট জয় ও তিন ড্রয়ে ২৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে তারা। সমান পয়েন্ট নিয়ে শীর্ষে এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটি।

 

 

সুত্র: বৈশাখী অনলাইন

Print Friendly and PDF