চট্টগ্রাম, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪ , ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপির ৪৮ ঘণ্টার অবরোধ শুরু

প্রকাশ: ৮ নভেম্বর, ২০২৩ ১১:১৩ : পূর্বাহ্ণ

 

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিএনপির তৃতীয় দফায় দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। দলটির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা সমমনা অন্য বিরোধী দলগুলোও এ কর্মসূচি পালন করছে। আজ বুধবার (৮ই নভেম্বর) সকাল ৬টা থেকে এ কর্মসূচি শুরু হয়েছে, চলবে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত।

 

 

এর আগে, সোমবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা দেন। তিনি বলেন, এই কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করা হবে। আমাদের অবরোধ কর্মসূচি জনগণের দাবি আদায়ে। অতীতের মতো সব বাধা উপেক্ষা করে রাজপথে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি সফল করতে বিএনপি ও সমমনা দলগুলোর নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান রিজভী।

গত ২৮শে অক্টোবর রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশে পণ্ড হওয়ার পর ২৯শে অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে বিএনপি।

 

 

হরতালের পর ৭২ ঘণ্টার অবরোধের ঘোষণা দেয় বিএনপি ও সমমনা দলগুলো। এরপর ৩ ও ৪ নভেম্বর বিরতি দিয়ে দ্বিতীয় দফায় ৪৮ ঘণ্টার অবরোধের ঘোষণা দেয়া হয়। সেই অবরোধ শেষ হলে ৭ নভেম্বর বিরতি দিয়ে ৮ নভেম্বর থেকে আরও ৪৮ ঘণ্টা টানা অবরোধ পালনের ঘোষণা দেয়া হয়েছে।

যদিও গত কয়েকদিনে হরতাল-অবরোধের চিত্রে বিএনপির দায়িত্বশীল নেতাদের অংশগ্রহণ তেমন চোখে পড়েনি।

Print Friendly and PDF