চট্টগ্রাম, শনিবার, ১৮ মে ২০২৪ , ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশের অগ্রযাত্রায় নারীর ভূমিকা গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

প্রকাশ: ৭ নভেম্বর, ২০২৩ ১০:৪৮ : পূর্বাহ্ণ

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে গণতান্ত্রিক অভিযাত্রা ও অর্থনৈতিক খাতে নারীরা সবসময়ই সামনের সারিতে থাকে। সৌদি আরবের জেদ্দায় ওআইসির নারী বিষয়ক সম্মেলনে তিনি একথা বলেন। এসময় ফিলিস্তিনের গাজায় ইসরাইলি হামলায় হাজারও নারী ও শিশুর মৃত্যুর ঘটনায় নিন্দা প্রকাশ করেন শেখ হাসিনা।

 

 

গাজায় ইসরাইলের হামলা ও বেসামরিক মানুষ হত্যা বন্ধে বিশ্ব নেতাদের কার্যকর পদক্ষেপ নিতে আহবান  জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুদ্ধ পরিস্থিতিতে নিজের গর্ভাবস্থার অসহায়ত্বের কথা তুলে ধরে বাংলাদেশের সরকার প্রধান ওআইসিসহ মুসলিম বিশ্বকে  ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়ানোর আহবান জানান।

 

 

নারীর সমমর্যাদা এবং ক্ষমতায়ন প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, তার সরকার এবং দল উন্নয়নে নারীর অর্থপূর্ন অংশগ্রহণে বিশ্বাস করে। যে কারণেই তার সরকার জাতীয় সংসদসহ সামাজিক নিরাপত্তা খাতে নারীর জন্য আলাদা বরাদ্দ রাখে।

নারীর ক্ষমতায়নে বাংলাদেশের নেয়া পদক্ষেপগুলো মুসলিম দেশগুলোর সংগে বিনিময় করতেও বাংলাদেশের আগ্রহের কথা জানান সরকার প্রধান।

 

 

সুত্র: বৈশাখী অনলাইন

Print Friendly and PDF