চট্টগ্রাম, রোববার, ৮ ডিসেম্বর ২০২৪ , ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আবারও ৪৮ ঘণ্টার অবরোধ ডেকেছে বিএনপি

প্রকাশ: ৭ নভেম্বর, ২০২৩ ১১:৫৪ : পূর্বাহ্ণ

 

একদিন বিরতি দিয়ে সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আবারও ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী বুধবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত সারাদেশে অবরোধ কর্মসূচি পালন করবে দলটি।

আজ  সোমবার এক আনলাইন ব্রিফিং-এ কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

ব্রিফিং-এ রিজভী বলেন, সারাদেশে বিএনপির নেতাকর্মীদের ব্যাপক ধরপাকড় শুরু করেছে সরকার। পুলিশের পাশাপাশি এখন র‌্যাবকেও ব্যবহার করা হচ্ছে। মহিলা নেতাকর্মীরাও রেহাই পাচ্ছে না ক্ষমতাসীনদের নিপীড়ন নির্যাতনের হাত থেকে। সারাদেশে আতংক ছড়িয়ে পড়েছে।

 

 

বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে কালিমা লেপন করতে সরকার পরিকল্পিতভাবে অগ্নিসন্ত্রাস ঘটিয়ে নতুন গল্প সাজাচ্ছে বলে অভিযোগ বিএনপির এই নেতার।

তিনি বলেন, সরকার একতরফা নির্বাচনে প্রস্তুতি নিচ্ছে। কিন্তু এবার আর একদলীয় তামাশার নির্বাচন হতে দেবে না দেশের মানুষ।

২৮শে অক্টোবর ঢাকার মহাসমাবেশকে  কেন্দ্র করে এবং পরবর্তী ৮দিনে ১৩২টি মামলায় ৫৫৫৯ নেতাকর্মীকে আটক করা হয়েছে।

উল্লেখ্য, সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রোববার সকাল থেকে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি। তাদের যুগপৎ আন্দোলনের শরিকরাও এই অবরোধ পালন করছে। পাশাপাশি জামায়াতে ইসলামীও আলাদা করে এই ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করছে। মঙ্গলবার সকাল ৬টায় শেষ হবে এ দফার অবরোধ।

 

 

এর আগে গত সপ্তাহের শেষ তিন দিন (৩১শে অক্টোবর-২রা নভেম্বর) টানা অবরোধ পালন করে বিএনপি-জামায়াত। তার আগে ২৯শে অক্টোবর হরতাল পালন করে তারা।

গত ২৮শে অক্টোবর রাজধানীতে বড় ধরনের সমাবেশ করে বিএনপি, জামায়াত ও আওয়ামী লীগ।

সমাবেশ বানচালের প্রতিবাদে পরের দিন ২৯শে অক্টোবর বিএনপি হরতাল পালন করে।

 

 

সুত্র: বৈশাখী অনলাইন

Print Friendly and PDF