প্রকাশ: ৪ নভেম্বর, ২০২৩ ১০:২৮ : পূর্বাহ্ণ
রাজধানীর মতিঝিলের আরামবাগে আজ আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (৪ই নভেম্বর) বিকেল ৪টায় প্রধানমন্ত্রী সমাবেশে যোগ দেবেন জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
জানা গেছে, জনসভা ঘিরে এরইমধ্যে মতিঝিলের পার্শ্ববর্তী আরামবাগ মাঠে নির্মাণ করা হয়েছে বিশাল মঞ্চ। কর্মী-সমর্থকদের ব্যানার, ফেস্টুনে ছেয়ে গেছে মতিঝিল এলাকা। সমাবেশ সফল করতে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও থানা-ওয়ার্ডে বিশেষ বর্ধিত সভা করে ব্যাপক প্রস্তুতি নিয়েছে আওয়ামী লীগ। এ জনসভায় ১০ লাখ লোক জমায়েতের ঘোষণা দিয়েছে দলের নেতা কর্মীরা। নেতাকর্মীরা জানায়, শোডাউনের মধ্য দিয়ে দলের সাংগঠনিক শক্তির প্রদর্শন করা হবে।
এর আগে দুপুর আড়াইটায় মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে সরকার প্রধান মেট্রোরেলে মতিঝিলের উদ্দেশে যাত্রা করবেন। এর মধ্য দিয়ে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের চলাচল শুরু হবে। এর আগে গত বছরের ২৮শে ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।