চট্টগ্রাম, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫ , ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংলাপের চিঠি নিয়ে নয়াপল্টনে, তালাবদ্ধ পেয়ে ফিরে গেলেন ইসি কর্মকর্তা

প্রকাশ: ২ নভেম্বর, ২০২৩ ১:৪৭ : অপরাহ্ণ

নির্বাচন কমিশন (ইসি)’র সাথে সংলাপের আমন্ত্রণ নিয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়েছিলেন এক কর্মকর্তা। তবে চলমান উত্তপ্ত রাজনৈতিক কর্মসূচি ঘিরে কার্যালয় তালাবদ্ধ থাকায় কাউকে না পেয়ে ফেরত গেছেন তিনি।

বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বরাবর প্রেরণ করা হয় ওই চিঠি। তবে আমন্ত্রণপত্র নিয়ে যাওয়া ব্যক্তির নাম পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

চিঠিতে বলা হয়েছে, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে নির্বাচন কমিশন দেশের সকল নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে নিয়ে বৈঠকের আয়োজন করেছে। বৈঠকটি আগামী ৪ নভেম্বর বিকেল ৩টায় অনুঠিত হবে। এতে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সভাপতিত্ব করবেন। এছাড়া নির্বাচন কমিশনাররাও উপস্থিত থাকবেন। বৈঠকে দুইজন প্রতিনিধি পাঠানোর অনুরোধ করেছে নির্বাচন কমিশন।

এদিকে ২৮ অক্টোবর দু’দলের কর্মসূচি ঘিরে সংঘাতময় পরিস্থিতির পর থেকেই তালাবদ্ধ বিএনপি কার্যালয়। এছাড়া চলমান অবরোধ কর্মসূচির কারণেও আশপাশের এলাকায় নেয়া হয়েছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা।

Print Friendly and PDF