চট্টগ্রাম, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫ , ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ নিয়ে জাতিসংঘের মাথা ঘামানোর সময় এটা নয়, আমরা ভালো আছি: ওবায়দুল কাদের

প্রকাশ: ২ নভেম্বর, ২০২৩ ১:৫৬ : অপরাহ্ণ

বাংলাদেশ নিয়ে জাতিসংঘের মাথা ঘামানোর সময় এটা নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ফিলিস্তিনে, গাজায় কী হচ্ছে? তাদের কথা কি কেউ শুনছে? বাংলাদেশে কী হচ্ছে এটা তাদের (জাতিসংঘের) কী কোনো ক্ষতি করছে? এটা তাদের মাথা ঘামনোর ব্যাপার নয়। আমরা ভালো আছি।

বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এ সময় ওবায়দুল কাদের বলেন, যেকোনো দলেরই নির্বাচনে অংশগ্রহণের অধিকার আছে। ইসি বিএনপিকে ডেকেছে। তারা যদি না যায়, আমাদের কী করণীয়? একটি দল নির্বাচনে যাবে না বলে আমরা রাষ্ট্রের একটি প্রতিষ্ঠানকে অবজ্ঞা করে নির্বাচন করবো না, এটা কেমন কথা?

বিএনপি নিজেরাই নিজেদের আন্দোলন পণ্ড করছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তারা প্রধান বিচারপতির বাড়িতে হামলা করেছে, পুলিশকে হত্যা করেছে। এই দুই ঘটনা তাদের আন্দোলনকে পণ্ড করেছে। অবরোধ দিয়ে বিএনপি নেতারা ঘরে বসে হিন্দি সিরিয়াল দেখছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, সন্ত্রাসী দলের সাথে সংলাপ হতে পারে না।

Print Friendly and PDF