চট্টগ্রাম, রোববার, ১৯ মে ২০২৪ , ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ডিসেম্বর থেকেই বর্ধিত হারে বেতন পাবেন গার্মেন্টম শ্রমিকরা: বিজিএমইএ

প্রকাশ: ৩১ অক্টোবর, ২০২৩ ২:১৪ : অপরাহ্ণ

মজুরি কাঠামো গঠন করা হয়েছে, ডিসেম্বর মাস থেকে বর্ধিত হারে গার্মেন্টস শ্রমিকরা বেতন পাবেন বলে জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)। মঙ্গলবার (৩১ অক্টোবর) এ তথ্য জানানো হয়েছে।

এ সময় বিজিএমইএ এর পক্ষ থেকে কারখানা ভাঙচুর ও সৃষ্ট অস্থিরতার বিষয়ে নিন্দা জানিয়ে বলা হয়, বহিরাগতদের উস্কানিতে গার্মেন্টস কারখানা ভাঙচুর করা হচ্ছে। কাজ না করে নৈরাজ্য করা হলে ১৩/১ ধারায় কারখানা বন্ধ করে দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেয় বিজিএমইএ।

সরকার যে মজুরি নির্ধারণ করবে, তা মালিকপক্ষ তা মেনে নেবে বলে জানিয়ে বিজিএমইএ এর পক্ষ থেকে বলা হয়, কারখানার নিরাপত্তা দিতে হবে। এভাবে উৎপাদন চালিয়ে রাখা কঠিন।

সূত্র: যমুনা টিভি

Print Friendly and PDF